Facebook and Instagram Advertising Service
নতুন একটা ব্যবসায় প্রথম থেকেই সেল আনতে কিংবা পুরাতন ব্যবসায় অধিক বাড়াতে Facebook Advertising তথা Facebook Boosting প্রয়োজনীয়তা অনেক। আমার ক্লাইন্টরা এই ক্ষেত্রে আমাকে উত্তর দেয়, “Boost তো করি, Dollar-ও খরচ হয়, কিন্তু ডলারের খরচ অনুযায়ী সেল হয় না। এবং প্রতি সেলে অনেক ডলার খরচ হয়ে যায়।” অর্থাৎ, আপনার লাভের চেয়ে Facebook বেশি লাভ করে। ব্যবসাটা তো আপনার, So আপনাকেই তো বেশি লাভ করতে হবে। কিন্তু কিভাবে? এর জন্য দরকার সঠিকভাবে Facebook Advertising তথা Boosting করা। দেখুন, আপনি বিসন্যাস ম্যান, তাই এই সম্পর্কে বিস্তারিত গভীর জ্ঞান না থাকাই স্বাভাবিক। কিন্তু একজন Meta Marketer হিসেবে আমরা এই জিনিসকে কোনো ভাবেই এড়িয়ে যেতে পারি না। তাই আমাদের থেকে আপিনি Meta Marketing এর অন্য সকল সার্ভিসগুলো ছাড়াও পৃথকভাবে Facebook Boosting সার্ভিসটিও নিতে পারেন। Meta Marketing ফরয বিষয়বস্তু (অবশ্যই দরকার) ঠিক থাকলে আমাদের Premium Boosting প্যাকেজে আপনি রকেট গতিতে আশানুরূপ Result পাবেন। চলুন, এক নজরে দেখে নিই Facebook and Instagram Advertising এর প্যাকেজে কি কি থাকছে-
- Proper Campaign Objective Selection (Based on Niche).
- Ad Budget Setup,
- Dynamic Ads Create (If need),
- A/B Test (If you want),
- Right Placement Choose,
- Laser Focus Target Audience Make.
- Make Creative Description (If need).
- Decrease Ad Fartigue
- Follow up the Campaign for gain Maximum Result.