Previous slide
Next slide

Meta Technical Service

বর্তমান Facebook Marketing এর ক্ষেত্রে সঠিক উপায়ে Pixel Setup with Google Tag Manager, GA4, Server Side Tracking, Data Layer Setup, Conversation API Setup সহ ইত্যাদি ‍খুব গুরুত্বপূর্ণ টেকনিক্যাল বিষয়গুলো ছাড়া ব্যবসা করা আর “তলা ছাড়া” (নিচের অংশ) ঝুঁড়িতে দিনভর মাছ রাখা একই কথা। দিন শেষে ঝঁড়িতে যেমনি কিছুই থাকবে না, তেমনি আপনার বিসন্যাসেও কোনো কাস্টমার থাকবে না। কাস্টমার ধরে রেখে একটা ফান্যাল তৈরি করতে হবে। ফান্যালিং করে আপনার বিসন্যাসকে বড় করতে এই টেকনিক্যাল বিষয়গুলেঅ হলো আপনার জন্য ফরয। কাস্টমার ধরে রাখতে অবশ্যই এই টেকনিক্যাল বিষয়গুলোকে প্রথম ধাপেই সম্পূর্ণ করে নিতে হবে সঠিক উপায়ে। এখানে উল্লেখ্য যে, এই টেকনিক্যাল বিষয়গুলো সঠিকভাবে সেটআপ করলে পার সেলে তুলনামূলক অনেক খরচ কমে আসবে তেমনি সেল বাড়বে কুয়েকগুণ। সুতরাং, মাটা মার্কেটিং এর টেকনিক্যাল সার্ভিসটি নিতে উপরোক্ত ফর্মটি পূরণ করে আমাদেরকে সহায়তা করুন।

Meta Technical Service নিতে আমাদেরকে নিম্নোক্ত তথ্যগুলো দিয়ে সহায়তা করুন:

    Scroll to Top